Home / চাঁদপুর / চাঁদপুরে কৃষকের গাভী চুরি, পাওয়া গেছে ৪টি পা
কৃষকের

চাঁদপুরে কৃষকের গাভী চুরি, পাওয়া গেছে ৪টি পা

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বলিয়ার চর এলাকায় গোয়ালঘর থেকে অস্ট্রেলিয়ান জাতের গর্ভবতী গাভী চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ১১ টায় এ ঘটনায় গাভীর মালিক মো. সমিদ হাওলাদার (৬০) চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে গরুকে খাবার দিয়ে বাড়ি ফেরেন তিনি। পরের দিন ১ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখেন, তার অস্ট্রেলিয়ান জাতের লাল রঙের গাভীন গরুটি নেই। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি লালচে খয়েরি রঙের গামছা, যা স্থানীয়দের মতে ইমরান মিজি নামের এক ব্যক্তির ব্যবহৃত।

অভিযোগে আরও উল্লেখ করা হয়-ইমরান মিজি, মাহমুদ আলী সরকারসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধভাবে রাতে গোয়ালঘরে প্রবেশ করে গরুটি চুরি করে বলিয়ার চর এলাকার জঙ্গলে নিয়ে জবাই করে এবং মাংস বিভিন্ন বাজারে বিক্রি করে ফেলে। পরে এলাকাবাসীকে নিয়ে খোঁজ করতে গিয়ে বলিয়ার চর জঙ্গলে গরুটির চারটি পা উদ্ধার করেন মালিক।

অভিযোগকারী সমিদ হাওলাদার জানান, স্থানীয়দের মাধ্যমে গামছাটি ইমরান মিজির বলে শনাক্ত হওয়ার পর ইমরানের শ্বশুর মাহমুদ আলী সরকার বিষয়টি মীমাংসার আশ্বাস দেন এবং পরে ইমরানকে পালিয়ে যেতে সহযোগিতা করেন বলে তার অভিযোগ।

চুরি হওয়া গাভীর মূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন সমিদ হাওলাদার। ঘটনাটির প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে তিনি স্থানীয় চারজনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তিনি থানার শরণাপন্ন হয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
২ ডিসেম্বর ২০২৫