চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার বাদ জোহর শহরের আব্দুল কাদের জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদের।
মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
পরে চাঁদপুর শহরের কর্মরত চাঁদপুর টাইমস পরিবারের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, সময়ের সাথে সাথে আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন-মান অনেক সহজ হয়ে উঠেছে। মানুষ এখন সময়ের খবর সময়ের সাথে সাথে জানতে চায়। আধুনিক প্রযুক্তির স্মার্টফোন এই চাওয়াকে আরো সহজ করে দিয়েছে। ফলে অনলাইন নিউজ পোর্টাল এবং অন্যান্য গণমাধ্যমের অনলাইন ভার্সনের মাধ্যমে মানুষ তার হাতে থাকা স্মার্টফোনে যে কোন সংবাদ মুহূর্তেই পড়তে পারছে। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমের ফেসবুক পেজের মাধ্যমে এসব খবরের ভিডিওচিত্র দেখার সুযোগ পাচ্ছে।
তিনি আরো বলেন, চাঁদপুরসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা এই জেলার সংবাদ পাঠকদের কথা চিন্তা করে ২০১৪ সালের ১ ডিসেম্বর চাঁদপুর টাইমস এর যাত্রা শুরু হয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইতোমধ্যেই পাঠক সমাজের আস্থা অর্জনে চাঁদপুর টাইমস তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। পাঠকদের এই আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাঁদপুর টাইমস পরিবারের সকলের প্রতি আরো দায়িত্বশীল হবার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সময়-এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর টাইমসের সহ-সম্পাদক আব্দুল গণি, বার্তা সম্পাদক আশিক বিন রহিম,সহকারী সম্পাদক আব্দুস সালাম দেওয়ান, সিনিয়র করেসপন্ডেট মাজহারুল ইসলাম অনিক, বিশেষ প্রতিবেদক কবির হোসেন মিজি, সাইদ হোসেন অপু চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য: ২০১৪ সালের ১ ডিসেম্বর চাঁদপুর শহরের কুমিল্লা রোডের উত্তর পাশে ‘ ফিরোজা-হাফেজ শান্তি নিকেতন’ ভবনের চাঁদপুর টাইমস এর যাত্রা শুরু হয়। তৎকালীন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো.ইসমাইল হোসেন আনুষ্ঠানিক অবহিতকরণ পত্রের মাধ্যমে টাইমসের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘নিউয়র্ক টাইমস’ এর নামের সাথে মিল রেখে অনলাইন পোর্টাল ‘চাঁদপুর টাইমস’এর নামকরণ করা হয় এবং সংবাদের নেশায় মগ্ন একঝাঁক তরুণ সংবাদকর্মীর নিরন্তর প্রচেষ্টায় এটি আজ দায়িত্বশীলতার কাতারে এসে পৌঁছেছে। টাইমস এর সার্বিক অর্থ হলো সময়। কথায় আছে “ সময় এবং শ্রোত কারো জন্য অপেক্ষা করে না ।” তাই এ সময়কে নিয়েই চাঁদপুর টাইমস এর শ্লোগান “গতকালের নয় আজকের খবর” তাদের এ বক্তব্যকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে এবারের বক্তব্য “সময়ের সাথেই থাকা ’’।
স্টাফ রির্পোটার/
১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur