চাঁদপুরের যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
রোববার (৩০ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, আমি জেলা পুলিশের সেবা প্রতিটি উপজেলা, থানা, গ্রাম ও মহল্লায় পৌঁছে দিতে চাই। পুলিশের গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শন করা হবে, যাতে যে কেউ সহজেই তার অভিযোগ জানাতে পারেন।
তিনি আরও বলেন, জনগণই পুলিশের মূল শক্তি। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি চাঁদপুরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চাঁদপুরের সাংবাদিকরা এক সুতোয় গাঁথা, এটা সত্যিই প্রশংসনীয়। পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজ একসাথে কাজ করলে জেলাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
সভায় জেলার বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিষয়ে তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সিনিয়র সহ সভাপতি সোহেল রুশদী, যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, কার্যকরী সদস্য মুনির চৌধুরী, অধ্যক্ষ জালাল চৌধুরী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশ, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস হোসাইন, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, সাংবাদিক মাইনুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারের উদ্দেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে ছিল আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরদার অভিযান, কিশোর অপরাধ প্রতিরোধ, অবৈধ চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখা,
শহরের চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধ সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করা এবং এর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ।
পরে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট সক্রিয় রাখতে বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করা হয় এবং সেগুলো কার্যক্রম চলমান আছে কিনা তা নিশ্চিত করা হয়। চেকপোস্টগুলো হলো—ওয়্যারলেস মোড়, বাবুরহাট, মহামায়া, আলগী বাজার, হাইমচর, চরভৈরভী, শহীদ আজাদ চত্বর (হাজিগঞ্জ), বর্ডার বাজার (ফরিদগঞ্জ), মতলব উত্তর থানার শ্রী রায়ের চর, মতলব দক্ষিণের নায়েরগাঁও ব্রিজ, মতলব ব্রিজ, ওয়ারুক, জগৎপুর, সাচার গৌরীপুর রোড।
সভায় চাঁদপুর প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur