বঙ্গোপসাগরে চলমান লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ লাফিয়ে উঠলো ঝাঁকে ঝাঁকে ইলিশ। এসময় জাহাজে থাকা শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ ধরতে পারলেও, বাকি মাছগুলো সমুদ্রে লাফিয়ে পড়ে। এমন বিরল ঘটনা ঘটেছে পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার ৭০ কিলোমিটার গভীরে।
ঘটনাটি গত বৃহস্পতিবারের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিও ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানান, সেদিন কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের লাইটারেজ জাহাজটি গভীর সমুদ্রে চলার সময় হঠাৎ জাহাজের ডেকে লাফিয়ে উঠতে থাকে প্রচুর ইলিশ মাছ। এসময় বেশিরভাগ মাছ সাগরে ফিরে গেলেও শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন।
স্থানীয় জেলেদের মতে, গভীর সমুদ্রে মাঝে মধ্যেই মাছের এমন আচরণ দেখা যায়। সমুদ্রে জাল ফেলার সময়ও মাছের ঝাঁক ছুটাছুটি করে। তবে জাহাজে একসঙ্গে এত ইলিশ ওঠে আসার ঘটনা অত্যন্ত বিরল।
সেই জাহাজে থাকা প্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘আমরা কয়লাবাহী জাহাজ নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। হঠাৎ প্রচুর পরিমাণে ইলিশ মাছ লাফিয়ে জাহাজে উঠতে থাকে। সেসময় শ্রমিকদের উল্লাস ও চিৎকারে দৌড়ে গিয়ে দেখি জাহাজের ডেকে প্রচুর পরিমাণে ইলিশ লাফাচ্ছে এবং সমুদ্রে পড়ে যাচ্ছে। এ অবস্থায় শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করেছেন, বাকি মাছগুলো সমুদ্রে চলে গেছে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাগরে বড় শিকারি মাছ বা জোরালো স্রোতের কারণে ইলিশগুলো আতঙ্কিত হয়ে ওপরে লাফিয়ে উঠতে পারে। তবে যাই ঘটুক, সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞার বিষয়টি সঠিকভাবে পালন হওয়ায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।’
তথ্যসূত্র: অনলাইন ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur