অবশেষে দল পেলেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ। অলরাউন্ডার মাহমুদ উল্লাহকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দুজনকেই ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় নিয়েছে দল দুটি।
মুশফিকুর রহিম–মাহমুদ উল্লাহর মতোই দল পেয়েছেন মমিনুল হক। বাঁহাতি ব্যাটারকে ভিত্তিমূল্য ২২ লাখ টাকায় নিয়েছে সিলেট টাইটানস। প্রথমবার তিনজনকেই নিলামে তোলা হলেও তাদের নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শেষে কোটা পূরণের সময় তাদের নিয়েছে দলগুলো।
বিপিএলের নিয়ম অনুযায়ী প্রত্যেক দল কমপক্ষে ১৪ জন এবং সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার নিতে পারবে। শর্ত পূরণ করতে তাই ফ্র্যাঞ্চাইজিদের চাওয়ায় দ্বিতীয়বার নিলামে নাম ওঠে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ ও মমিনুল হকের। প্রত্যেকের নাম ওঠার সময় অন্যরা বিড না করায় তাদের পায় দলগুলো। আর শেষে ১৫তম ক্রিকেটার হিসেবে মোহাম্মদ রুবেলকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএলের প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি হয়েছে। মাঝে আর কখনো হাতুড়ির বাড়িতে খেলোয়াড় কেনার দৃশ্য দেখা যায়নি। ২০১২ ও ২০১৩ বিপিএলের পর এবার আবারও সেই দৃশ্য দেখা যাচ্ছে। দ্বাদশ বিপিএলের নিলামের প্রথম সেশন শেষে কে কোন দলে জায়গা পেল চলুন দেখে নেওয়া যাক—
রংপুর রাইডার্স সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম নিলাম থেকে : লিটন কুমার দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ)।
ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস নিলাম থেকে : শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফ উদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ)।
সিলেট টাইটান্স সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির নিলাম থেকে : পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন চৌধুরি (২২ লাখ)।
রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তি : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ নিলাম থেকে : তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলি চৌধুরি (৪৪ লাখ), আকবর আলি (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), এসএম মেহেরব হাসান (৩৯ লাখ)।
চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তি: শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, আবরার আহমেদ নিলাম থেকে: মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), মাহমুদুল হাসান জয় (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ)।
নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস নিলাম থেকে: জাকের আলি অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দীপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ)।
রেকর্ড গড়ার পুরস্কার পেলেন হাবিবুর রহমান সোহান। বাংলাদেশের টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ানকে নিয়ে ঝড় উঠল নিলামের টেবিলে। ঠিক যেন তার ব্যাটের ঝড়ের মতোই। হাবিবুর রহমান সোহানকে নিতে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি দেখা গেছে।
একই টুর্নামেন্টে আলো ছড়ানো পেসার আব্দুল গাফফার সাকলাইনকে ৪৪ লাখ টাকায় নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।
হাতুড়ির বাড়ির নিচে বেশ লড়াই করল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইটা ছিল নাহিদ রানাকে কারা দলে ভেড়াবে। তাতে জয়ী হয়েছে রংপুর রাইডার্স। নাহিদ রানাকে ৫৬ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।
এর আগে নিলামের শুরুতে ৭৫ লাখ টাকায় লিটন কুমার দাসকে নিয়েছে রংপুর রাইডার্স। সঙ্গে ৯২ লাখ টাকায় তাওহিদ হৃদয়কেও নিয়েছে তারা। অন্যদিকে ভিত্তিমূল্যে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলি অনিককে পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
নিলাম থেকে লিটন কুমার দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টির অধিনায়ককে ৭৫ লাখ টাকায় কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দ্বাদশতম বিপিএলের নিলামের ‘এ’ ক্যাটাগরিতে থাকা লিটন কুমার দাসের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে নাম ওঠে তার।
লিটন কুমার দাসকে নেওয়ার পর নিলাম থেকে তাওহিদ হৃদয়কেও দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। মিডল অর্ডার ব্যাটারকে ৯২ লাখ টাকায় পেয়েছে তারা। তার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।
অন্যদিকে প্রথম ব্যাটার হিসেবে নিলামে নাম ওঠে মোহাম্মদ নাঈম শেখের। ‘এ’ ক্যাটাগরির এই বাঁহাতি ব্যাটারকে নিতে কাড়াকাড়ি চলে সিলেট টাইটানস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় বাঁহাতি ওপেনারকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
বিপরীতে নিলামে নাম উঠলেও মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে কেউ কিনতে আগ্রহ দেখায়নি।
তথ্যসূত্র: অনলাইন ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur