চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বিদায় জানানো হলো পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে। পার্বত্য রাঙামাটিতে বদলি হওয়ায় শনিবার সকাল ১০টায় চাঁদপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।

বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয় জেলা পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রায় এক বছর দুই মাসের দায়িত্বপালনে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর কর্মদক্ষতা, উদ্যোগ এবং মানবিক আচরণ স্থানীয় প্রশাসন, পুলিশ সদস্য ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে আব্দুর রকিব ছিলেন সৎ, মেধাবী, চৌকস ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ এক পেশাদার পুলিশ কর্মকর্তা। তাঁর নেতৃত্বে জেলার নানা গুরুত্বপূর্ণ অভিযান, সেবামূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল দৃশ্যমান। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে সিক্ত হন তিনি। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, জেলার সব থানার ওসি, জেলা গোয়েন্দা শাখা, বিশেষ শাখা, কোর্ট পুলিশ, রিজার্ভ অফিসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
স্টাফ করসপন্ডেট
৩০ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur