সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই.আর.আইয়ের চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন বাংলাদেশের নারীদের অষ্টম শ্রেণীর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া,নারী শিক্ষায় বিশ্ব অনুকরণ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বিএনপি সরকার দেশে প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় চালু করেছিল, বাংলাদেশের নারীদের সম অধিকার নিশ্চিত করেছিল বিএনপি সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। তিনি চাঁদপুরের কচুয়ায় এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ ই.আর.আইয়ের উপর যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে চাঁদপুর এম খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন-জেড কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ উপর সারাদেশে ব্যাপী সকল ধরনের শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে মোটিভেশন করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় তৈরি করে তুলতে হবে। শনিবার দুপুরে চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মাঠে অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রুহুল আহমেদ ও দিলারা আমিনের যৌথ পরিচালনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর আতিকুর রহমান, ডাঃ আতাউল উল্লাহ, ওয়াদুদ প্রফেসরসহ আরো অনেকে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক প্রভাষক, শিক্ষক শিক্ষাকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur