Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জের কৃতি সন্তান ফারজানা ইসলাম বরিশালের এসপি
পুলিশ সুপার

হাজীগঞ্জের কৃতি সন্তান ফারজানা ইসলাম বরিশালের এসপি

বরিশালে জেলা পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন হাজীগঞ্জের কৃতি সন্তান ফারজানা ইসলাম।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত এসপি হিসেবে চার নারী কর্মকর্তার মধ্যেও তিনি অন্যতম।

ফারজানা ইসলামের এই পদায়ন বরিশাল জেলা পুলিশের জন্য একটি নতুন মাইলফলক। জেলাটিতে এর আগে কখনো নারী পুলিশ সুপার দায়িত্ব পাননি। ফলে তার এ দায়িত্বগ্রহণকে জেলা পুলিশে নারীর অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য অনুযায়ী, ফারজানা ইসলাম গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ক্যারিয়ারের বিভিন্ন সময় তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি) সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২৫তম বিসিএসের এই কর্মকর্তা ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও সুনামের ভিত্তিতে তিনি ধাপে ধাপে উচ্চপদে উন্নীত হন।

ফারজানা ইসলাম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টঙ্গিরপাড় গ্রামের কৃতি সন্তান। ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও দায়িত্বশীলতার জন্য পরিচিত তিনি। পুলিশ বাহিনীতে যোগদানের পর সততা, পেশাদারিত্ব ও মানবিক নেতৃত্বের গুণে তিনি দ্রুত সবার নজর কাড়েন। রাজশাহীতে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা উন্নয়ন, নারী–শিশু সুরক্ষা ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তার তাৎপর্যপূর্ণ ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়ায়।

বরিশাল জেলায় তার পদায়নকে স্থানীয় প্রশাসন, পুলিশ সদস্য ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিবাচকভাবে দেখছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও আধুনিক ও জনবান্ধবভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে পদায়ন-সংক্রান্ত মহলে জানা গেছে।

নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় ফারজানা ইসলামের এই পদায়ন শুধু বরিশালের ইতিহাসেই নয়, দেশের নারী পুলিশ কর্মকর্তাদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৫