Home / চাঁদপুর / বিপণীবাগের ইসলামী সম্মেলন শুরু কাল
বিপণীবাগের ইসলামী সম্মেলন শুরু কাল

বিপণীবাগের ইসলামী সম্মেলন শুরু কাল

চাঁদপুর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ ময়দানে প্রতি বছরের ন্যায় আজ থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী বিপণীবাগের ২৯ তম ঐতিহাসিক ইসলামী সম্মেলন। আগামীকাল ১৮ নভেম্বর বুধবার সম্মেলন শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর বৃহস্পতি ও ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বাহাদুরপুরের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।

১৮ নভেম্বর বুধবার প্রথম দিন সম্মেলনে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন আন্তোর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সেরে কুরআন হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমী, মতলবের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস্সেরে কুরআন হযরত মাওলানা আব্দুল মান্নান, মদিনা বিশ্ব বিদ্যালয়ের মুবাল্লিগ হযরত মাওলানা নূরুর রহমান আল মাদানী, বড় স্টেশন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা এস এম আনওয়ারুল করিম, মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় দিন সম্মেলনে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন আন্তোর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সেরে কুরআন হযরত মাওলানা ইসমাইল বিন ইব্রাহীম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস্সেরে কুরআন হযরত মাওলানা সালাহ উদ্দিন আহমাদ, ইসলামপুর গাছতলা দরবারের পীর সাহেব আল্লামা খাজা ওয়ালী উল্যাহ, চাঁদপুর চিশতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ উল্যাহ, পুরাণবাজার ওসমানিয়া সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা বিএম মোস্তফা কামাল, প্রফেসরপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী, পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

২০ নভেম্বর শুক্রবার তৃতীয় দিন সম্মেলনে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সেরে কুরআন হযরত মাওলানা আ ন ম ড. অব্দুল্যাহ মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস্সেরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), কচুয়া শাজুলীয়া দরবারের পীর সাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী, চাঁদপুর বিশ্ব বিদ্যালয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ নিজামুল হক, ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান, হযরত মাওলানা মুফতি আমীন উল্যাহ বীন নূরী, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা সোহাইল আহমদ চিশতী প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য আরো বহু ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন।

ঐতিহাসিক ইসলামী সম্মেলনে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত থেকে দো’জাহানের অশেষ নেকী হাসিল এবং সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন এন্তেজামিয়া কমিটি।

এমএ আকিব

||আপডেট: ০৪:৩০ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর