বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার জন্য আশ্বস্ত করেছে ভারত। মঙ্গলবার বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয়।
মঙ্গলবারের বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ে দু’দিনব্যাপী বৈঠকের প্রথমদিন সোমবার দুপুরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুতিমূলক সভা হয়। সচিব পর্যায়ের বৈঠকের জন্য বিভিন্ন ইস্যু নির্বাচন করা হয় ওই সভায়।
তারই ধারাবাহিকতায় আজকে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে এজেন্ডার বাইরে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করার বিষয়টি আলোচনা করা হয়। ভারতের ভিসা পাওয়ার জটিলতা ও ভোগান্তির বিষয়গুলো ওইসময় বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। তখন ভারতের স্বরাষ্ট্রসচিব রাজিব মেহর্ষী জানান, ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।
এছাড়া বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তখন ভারতের প্রতিনিধিরা দুই দেশের নাগরিকদেরই আন্তর্জাতিক সীমান্তে নিয়মনীতি মেনে চলার আহ্বান জানায়। সেই সঙ্গে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দু’দেশ যৌথ কার্যক্রম চালানোর সিদ্ধান্তে একমত হয়।
নিউজ ডেস্ক ।। আপডেট: ০৪:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur