চাঁদপুরে দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তাঁকে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চাঁদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান এবং স্মারক সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র কার্যকরী সদস্য মনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, গণমাধ্যমকর্মী মনিরুজ্জামান বাবলু ও মোসাদ্দেক আল আকিব।
বক্তারা বলেন, মুহম্মদ আব্দুর রকিব একজন পেশাদার ও মানবিক পুলিশ কর্মকর্তা, যিনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা, সততা ও সৌজন্যের সাথে। তাঁকে না দেখলে উপলব্ধি করা যায় না ভালো আচরণের মাধ্যমেই আইন প্রয়োগের কঠোর সিদ্ধান্তও সফলভাবে বাস্তবায়ন করা যায়। তারা আরও বলেন, ৫ আগস্টের পর সারাদেশের পরিস্থিতির মধ্যে চাঁদপুরকে সবচেয়ে শান্ত রাখতে পুলিশ সুপার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিদায়ী সংবর্ধনায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, চাঁদপুরে আসার পর সাংবাদিকদের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলাম। আপনারা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছেন। এতে আপনাদের প্রতি আমার আস্থা, বিশ্বাস ও সম্পর্ক আরও গভীর হয়েছে। পুলিশি কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা ছিল অমূল্য।
তিনি আরও বলেন, চাঁদপুরের বিভিন্ন ঘটনায় রহস্য উদঘাটনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। প্রতিদিনের অফিস কার্যক্রম শুরু করার আগে আমি সব পত্রিকা দেখে কার্যক্রম শুরু করি। আগের থেকে জনগণের কাছে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে, যা আমার কাছে সবচেয়ে বড় সাফল্য। তিনি আশা প্রকাশ করেন নতুন পুলিশ সুপারকেও সাংবাদিকরা একইভাবে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।
নিজস্ব প্রতিবেদক/
২৭ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur