Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
প্রতিষ্ঠানকে

হাজীগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে পৃথক হারে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। ২৬ নভেম্বর বুধবার হাজীগঞ্জ বাজারস্থ যৌথ অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পঁচা-বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজে ৪৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে শাহজাহান মেমোরিয়াল হাসপাতাল ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে ইসলামিয়া মডার্ণ হাসপাতাল ফার্মেসীতে ৫ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন কর্ণারে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করার নির্দেশনা দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

আব্দুল্লাহ আল ইমরান বলেছেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্টাফ করেসপন্ডেট/
২৬ নভেম্বর ২০২৫