Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া
বিএনপি

ফরিদগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে চাঁদপুরের ফরিদগঞ্জে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাছিয়াড়া জামে মসজিদের খতিব মাও. নেছার আহাম্মদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠক ও আলোচনাসভায় এই বিশেণ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পেয়ার আহম্মদ, সাবেক যুগ্ম-আহবায়ক শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহবায়ক রুবেল হোসেন সর্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক হারুনুর রশিদ পাঠান, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৫ নভেম্বর ২০২৫