চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সঙ্গে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, চাঁদপুরের মানুষের কল্যাণ, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করাই আমার অগ্রাধিকার। সবার সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সময়নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্বচ্ছতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।
ডিসি নাজমুল ইসলাম বলেন, দেশ আগামী পাঁচ বছরের নির্বাচিত সরকার ঘোষণার দিকে এগোচ্ছে। এই সময়ে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের দায়িত্ব আরও বেড়ে যায়। সবাই জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন এটাই প্রত্যাশা।
সভায় জেলার ইলিশ উৎপাদন টেকসই রাখা, শহরের চলমান উন্নয়নমূলক প্রকল্প, পরিবেশ সংরক্ষণ, খাল বিল দখলমুক্ত করা, অপরিকল্পিত নগরায়ন রোধ, শহরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সভায় নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে পাওয়া পরিবেশগত সমস্যা সমাধানের দিকেও করণীয় তুলে ধরেন।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পৌরসভার পানি সরবরাহ পরিস্থিতির উদ্বেগজনক অবস্থা তুলে ধরে বলেন, ডাকাতিয়া নদী থেকে ময়লা-আবর্জনামিশ্রিত পানি সংগ্রহ করে সার্কুলেশন প্রক্রিয়ায় শহরে সরবরাহ করা হচ্ছে। তিনি দ্রুততম সময়ে কার্যকর পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন সদর বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সদর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, ডা. মোবারক হোসেন, নারী পিপি অ্যাডভোকেট কোহিনূর বেগম, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. শোয়াইব আহমেদ প্রমুখ।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। সভায় জেলার সকল রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৪ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur