চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নয় বছরে কোরআনে হাফেজ হয়েছেন নুর জামিল হোসাইন। উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের নাজির আহমেদ কোম্পানির ছেলে নুর জামিল।
নুর জামিল হাজীগঞ্জ রওজাতুল উলূম মাদ্রাসায় অধ্যয়নরত অল্প বয়সেই হিফজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
ছেলের এই অর্জনে গর্বিত বাবা নাজির আহমেদ কোম্পানি নিজের ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি জানান—সন্তান বাবা-মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। নিজের বাবার (নুর মোহাম্মদ) প্রতি শ্রদ্ধা রেখে ছেলের নাম রেখেছেন নুর জামিল হোসাইন।
বাবা আরও দোয়া চান—আগামী দিনগুলো যেন তার প্রিয় ছেলের জন্য বরকতময় হয় এবং আল্লাহ তায়ালা যেন তাকে দ্বীনের একজন খাঁটি খেদমতগার হিসেবে গড়ে তোলেন।
পরিবার-পরিজন, শিক্ষক এবং এলাকাবাসী ৯ বছর বয়সী এই হাফেজ শিশুর জন্য দোয়া ও শুভেচ্ছা জানান।
স্টাফ করেসপন্ডেট/
২৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur