গুগল ম্যাপ অনুসরণ করে প্রেমিকার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় এসে হাজির হয়েছে এক হাইস্কুল পড়ুয়া ছাত্রী। ওই উপজেলার বাকশীমূল ইউনিয়নর খারেরা গ্রামে এই ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সষ্টি হয়েছে।
১৪ বছর বয়সী ওই কিশারীর গ্রামের বাড়ী গাজীপুরর শ্রীপুর পুরান বাজার এলাকায়।
গত বুধবার গুগল ম্যাপর মাধ্যমে পথ নির্দশনা অনুসরণ করেই প্রেমিক তুষারের বাড়িতে চলে আসে সে। হাবিবা নামের ওই কিশোরী শ্রীপুরের স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
অন্যদিকে বুড়িচংয়ের খারেরা গ্রামের শফিকুল ইসলাম বাবুর্চির ছেলে তুষার স্থানীয় একটি পোলট্রি ফার্মের পরিছন্নতাকর্মী।
শুক্রবার সন্ধ্যায় তুষারের বোন তিশা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।
তুষারের বোন তিশা আক্তার জানান, টিকটক ও ফেইসবুকের মাধ্যম তুষার এবং হাবিবার মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
তিশা বলেন, হাবিবা আমাদের বাড়িতে এলে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হয়।
প্রেমিকা হাবিবা জানায়, তুষারের সঙ্গে ফেইসবুক-টিকটকে পরিচয়। সেই সূত্রে তাকে বিয়ে করার উদ্দেশ্যেই গুগল ম্যাপ দেখে এখানে এসেছে সে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনাটি আমরা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযাগ পাওয়া যায়নি। অভিযাগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২২ নভেম্বর ২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur