আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ তাঁর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা তিনি চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা (দিঘির পাড়) এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেন। গণসংযোগের আগে তিনি এ এলাকার আল-মুজাদ্দেদী জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়ায় অংশ নেন। এলাকার ধর্মপ্রাণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সুন্নী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি ব্যাপক উৎসাহে পরিণত হয়। এএইচএম আহসান উল্লাহ ভোটারদের হাতে হাতে মোমবাতি মার্কার সমর্থনে লিফলেট তুলে দেন এবং দলীয় আদর্শের মূল বার্তা তুলে ধরেন।
প্রার্থী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শে জীবন গঠন করতে পারলেই মানবজাতির মুক্তি আসবে। সমাজে শান্তি-শৃঙ্খলা এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হবে একমাত্র আল্লাহর বিধান এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে।
তিনি বলেন, এ দেশে ইসলাম এসেছে সুফি-দরবেশ, পীর-ওলীগণের মাধ্যমে। তাই তাঁদের অসামান্য অবদানকে অস্বীকার করে, তাঁদের স্মৃতি বিজড়িত পবিত্র স্থানগুলোকে অবমাননা, অপমান বা ভাংচুর করা কখনও ইসলামসম্মত তো নয়ই, এমনকি কোনো সভ্য সমাজেরও কাজ হতে পারে না। তাই দেশে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আউলিয়া কেরামের ঐতিহ্য ও সুন্নী জনতাকে ঐক্যবদ্ধ করতে সুফিবাদী সরকারের বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শবাহী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন।
এদিনের কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্থানীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur