বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন চাঁদপুরের তরুণ প্রজন্মের আইকন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব অব্যাহত থাকুক এই মঙ্গল কামনা করেন। তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্বই নন, তিনি এই দেশের তরুণ প্রজন্মের জন্য গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের সাহসী প্রেরণা। তার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব দেশে একটি ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের জন্মদিন আমাদের নতুন উদ্দীপনা দেয়। বাংলাদেশের ১৭ কোটি মানুষের নেতা বীরের বেশে দেশে ফিরবেন তারেক রহমান।’
নিজস্ব প্রতিবেদক/
২০ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur