Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গুজব বা কানকথা বিশ্বাস না করে যা দেখবেন, বুঝবেন, সেটাই বিশ্বাস করবেন: লায়ন হারুনুর রশিদ

গুজব বা কানকথা বিশ্বাস না করে যা দেখবেন, বুঝবেন, সেটাই বিশ্বাস করবেন: লায়ন হারুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “যুগে যুগে এদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে একটি দায়িত্বশীল ও জনগণবান্ধব প্রশাসন প্রতিষ্ঠিত হবে। বেকাররা চাকরির সুযোগ পাবে, কৃষকেরা ফারমার্স কার্ডের মাধ্যমে সহজে কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবে এবং সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কমমূল্যে ক্রয় করতে সক্ষম হবে।”

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লায়ন হারুনুর রশিদ আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি আজও জনগণের আস্থার প্রতীক। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতীক ধানের শীষ— সে প্রতীকটি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জন্য আমাকে আপনাদের মাঝে পাঠানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ২০০৮ সালের চেয়েও বড় বিজয় উপহার দিতে চাই।”

তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গুজব বা কানকথা বিশ্বাস না করে যা দেখবেন, বুঝবেন, সেটাই বিশ্বাস করবেন।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজী এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসনে ভূঁইয়া।

এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য মো. ফজলুর রহমান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ গাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, মানিক পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সেলিম খাঁন, যুবদলের সাবেক সভাপতি নজরুল মিন্টু, আ. জলিল, দেলোয়ার হোসেন, রানা, মোহাম্মদ আলী মৃধা, নাজিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর সোহেল, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।

সভা শেষে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ নভেম্বর ২০২৫