চাঁদপুর সেচ প্রকল্পের (সি.আই.পি.) অভ্যন্তরে অবিলম্বে খাল খনন, স্লুইসগেটের নতুন পাম্প স্থাপন, ১১৫টি খাল পুনঃখনন, ২২টি কালভার্ট নির্মাণ ও ড্রেন পাকাকরণসহ গৃহীত পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি।
বুধবার (১৯ নভেম্বর) ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল লিখিত বক্তব্য পেশ করেন।
তিনি বলেন, ২০২৪ সালে সি.আই.পি. অঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করতে গিয়ে কমিটি এক মর্মান্তিক বাস্তবতা খুঁজে পায়। ষাটের দশকে সেচ প্রকল্পের বাঁধ নির্মাণের পর থেকে অভ্যন্তরের সেবখাল ও বোরোপিট খালগুলোর আর কখনো পুনঃখনন হয়নি। ২০ বছরের আয়ুস্কালের সেচ পাম্প ৪৭ বছরেও সংস্কার করা হয়নি। এর ফলে এক সময় পানির সংকট, আরেক সময় জলাবদ্ধতা—এই দুই বিপর্যয়ের মধ্যে পড়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষক, জেলে, মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এবং তথ্য সংগ্রহ করে দেখা যায়—খাল পুনঃখনন, পাউবোর সেচ পাম্প সংস্কার এবং ডাকাতিয়া নদী ও খাল থেকে কচুরিপানা অপসারণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। এ দাবির প্রেক্ষিতে গত অর্থবছরে জেলা প্রশাসন, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড কিছু খাল খননসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, এখন শুষ্ক মৌসুমে সি.আই.পি. এলাকার কৃষকদের অস্তিত্ব রক্ষায় স্লুইসগেটে নতুন পাম্প স্থাপন এবং ১১৫টি খাল ও ২২টি কালভার্ট নির্মাণসহ গৃহীত পরিকল্পনার কাজ দ্রুততম সময়ে শুরু করা জরুরি। এ দাবিতে আগামী ২৪ নভেম্বর কৃষক সমাবেশ এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করবে কৃষক সংগ্রাম কমিটি।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে খোরশেদ আলম, ওহাব আলী, রহিমা আক্তার, মমতাজ উদ্দিন, আমান উল্লাহ, মো. মামুন, আকবর আলী, মোজাম্মেল হক, খলিলুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur