দৈনিক চাঁদপুর সময় এর একযুগ পূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা ও পৌর জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারী ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস ও মতলবের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড.শাহজাহান খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাড. মামুন হোসেন মিয়াজী, শহর জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী সাইফুদ্দিন সালেহ ও ইলিয়াছ মৃধা। এছাড়া দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, প্রকাশক মো. এরশাদ খান, চাঁদপুর টাইমস এর সহকারী বার্তা সম্পাদক আব্দুস সালাম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার/
১৭ নভম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur