চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে প্রতিদিন সকাল থেকে শুরু হয় এক অন্য রকম দুধের বাজার। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় বিক্রি হয় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার দেশীয় জাতের দুধ। প্রতিদিন ৮০ থেকে ৯০ মন দুধ বিক্রি হয় এই বাজারে।
বাজারে সকাল হতেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন খামারী ও দেশীয় দুধ বিক্রেতারা। তাদের কাছ থেকে দুধ কিনতে ভিড় করেন স্থানীয় মিষ্টির দোকানদার, সাধারণ ক্রেতা এবং দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা। বাজারে দুধের দাম ওঠানামা করেন কখনো লিটার প্রতি ৭০ টাকা, আবার কখনো ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
দুধ বিক্রেতারা জানান, সাচার বাজার কচুয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে দুধ বিক্রির জন্য কোনো নির্দিষ্ট স্থান না থাকায় প্রতিদিন তাদের অস্থায়ীভাবে বাজারের মধ্যভাগে দাঁড়িয়ে দুধ বিক্রি করতে হয়।
তবুও প্রতিদিন বিক্রির শেষ দিকে প্রায় সব দুধ শেষ হয়ে যায়। বিশেষ করে স্থানীয় মিষ্টি ব্যবসায়ীদেও কাছে দুধের চাহিদা বেশি।
খামারীরা বলেন, প্রতিদিন খামার থেকে ২০ থেকে ৩০ কেজি দুধ নিয়ে এ বাজারে আসি। সকালে লাইনে দাঁড়িয়ে বিক্রি করতে হয়, তবে ক্রেতার অভাব নেই। দুধ শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলতেই থাকে।
সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদার বলেন,সাচার বাজার অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বাজার। প্রতিদিন প্রচুর দুধ বিক্রি হয়। দুধ বিক্রেতাদের সুবিধার্থে বাজারে নির্দিষ্ট একটি সেট নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা স্থায়ীভাবে দুধ বিক্রি করতে পারেন।
সাচার ইউপি প্রশাসক মো. জহিরুল ইসলাম জানান, দেশীয় দুধের জন্য সাচার বাজার বহু দিন ধরে বিখ্যাত। এ বাজারের দুধ ব্যবসায়ীদের দুধ বিক্রির জন্য স্থায়ী সেটের ব্যবস্থা করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur