Home / সারাদেশ / কুমিল্লায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হ-ত্যা
ভাই

কুমিল্লায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হ-ত্যা

কুমিল্লায় জমিজমার বিরোধের জেরে এবং মাদক ব্যবসায় বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজের মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। সোমবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ এক মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)।

নিহতদের প্রতিবেশি এবং স্বজনরা জানাযন, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসে। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাঁধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি কোপায়। এ ঘটনায় ঘটনাস্থলে কামাল নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মা রাহেলা বেগমও মারা যায়।

এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিল্লালের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেমে আসে শোকের ছায়া। ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছে। এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক স্বাস্তি দাবি করেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৭ নভেম্বর ২০২৫