কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যানে আগুনে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোরে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণপাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আগুনের তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন,‘দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, মালিক প্রতিদিন পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সাথে রাখে। সোমবার ভোরে মোটর সাইকেল আরোহী দুই দূর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন দেয়। খবর পেয়ে পিকআপ মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়।
পিকআপ ভ্যানের মালিক চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াত নেতা ফজলুল হক মোল্লা বলেন, ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এরআগে দূর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৭ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur