পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের কিছু অংশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি জানান-এ পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়েছে।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই। বরং বিভিন্ন স্থানে আগুন দেয়া হচ্ছে, প্রাণহানি ঘটছে—সেটা নিয়ে আমাদের উদ্বেগ। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার রায় এবং জাতীয় নির্বাচনের প্রসঙ্গে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।
রিজওয়ানা আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার প্রস্তুতি নিয়েছে। যারা চেষ্টা করেছে, তারা সেই পর্যায়ে যেতে পারবে না। এর আগে, রোববার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এ ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি।
১৭ নভেম্বর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur