আগামীকাল ১৭ নভেম্বর সোমবার চাঁদপুরের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর সময়’ এর একযুগ পূর্তি উৎসব। এ উপলক্ষ্যে আজ পত্রিকা কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচীর পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, মিলাদ ও দোয়া, এবং পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম রচিত একটি কাব্য গন্থের মোড়ক উন্মোচন।
উক্ত একযুগ পূর্তি উৎসব উদ্বোধন করবেন দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস ও দৈনিক মতলবের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
পত্রিকাটি নিরবচ্ছিন্নভাবে নিয়মিত প্রকাশিত হয়ে ইতোমধ্যে চাঁদপুরের পত্রিকা জগতে একটি শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য ২০১৩ সালের ১৭ নভেম্বর পত্রিকাটির অনুমোদন লাভ করে প্রকাশনায় আসে। এর পর থেকে পত্রিকাটি অনেক চড়াই উৎরাই পেড়িয়ে আজ প্রকাশনার একযুগ পূর্ণ করলো।
স্টাফ রিপোর্টার/
১৬ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur