কচুয়া উপজেলার কাপিলাবাড়ীর আনোয়ারা নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসার হেফজ পড়–য়া ছাত্র মোঃ ইয়াছিন উল্লাহ রাফী (১৪) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পিতা মোঃ আমান উল্যাহ সরদার সোমবার বিকেলে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। (নং-৬৯২। তারিখ-১৬/০৬/২০১৫)
থানায় জিডি ও মাদ্রাসা ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ০৭ নভেম্বর দুপুরে কাউকে কিছু না বলে ইয়াছিন উল্যাহ রাফী কোথাও চলে যায়। পরে তাকে খোঁজাখোজি করে না পেয়ে কচুয়া থানায় একটি হারানো ডায়েরী করেন।
এদিকে মাদ্রাসার ছাত্র ইয়াছিন উল্যাহ রাফীকে না পেয়ে তার পিতা- মাতা বর্তমানে পাগল প্রায় হয়ে পড়েছে। কেউ তার কোনো সন্ধান পেলে তার পিতা মোঃ আমান উল্যাহর ০১৭৪৮-৩৫৩৯০৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
||আপডেট: ০৭:১৯ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur