Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / জনগণের আস্থা অর্জনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য
জনগণের

জনগণের আস্থা অর্জনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রভিত্তিক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় ইউনিয়নের ঘোড়াশালা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমির ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

তিনি বলেন, অনেকেই অনেক অপপ্রচার চালাবে এসব গুজবে কান দেওয়া যাবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হওয়া জরুরি। ন্যায়-নীতি ও কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছে। বিগত সময়ে জনগণ অনেক প্রতারিত হয়েছে এখন আর প্রতারিত হবেন না। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনের মাঠে শৃঙ্খলা, ধৈর্য ও ইতিবাচক প্রচারণা বজায় রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল। ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে ও সেক্রেটারি আলী আকবর রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

তিনি বলেন,“কর্মী-সমর্থকরাই দলের প্রকৃত শক্তি। দলের আদর্শ ও উন্নয়ন পরিকল্পনা ভোটারদের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সমাবেশে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।

স্টাফ করেসপন্ডেট/
১৫ নভেম্বর ২০২৫