Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / তরুণ সমাজ ৩১ দফার বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে: লায়ন হারুনুর রশিদ
তরুণ

তরুণ সমাজ ৩১ দফার বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “২৪-এর কোটা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন—এদেশের ছাত্র সমাজ সব সময়ই পরিবর্তনের অগ্রভাগে থেকেছে। তারা প্রতিবারই জাতির দিক-নির্দেশক ভূমিকা পালন করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে ছাত্র ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। মাদক আজ সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। যেখানে যাই, সেখানেই মানুষ মাদককে প্রধান সামাজিক সমস্যা হিসেবে দেখছে। তাই আমি ছাত্র সমাজের নেতৃত্বে ফরিদগঞ্জকে মাদকমুক্ত করার আহ্বান জানাচ্ছি। আশা করি, তারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ফরিদগঞ্জের কালিরবাজার কলেজে “মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লায়ন হারুনুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন।

লায়ন হারুনুর রশিদ আরও বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ঘোষিত ৩১ দফাই যথেষ্ট। এই দফাগুলোর মধ্যেই রাষ্ট্র পুনর্গঠনের সব দিকনির্দেশনা রয়েছে। বিশেষ করে ২৫তম দফায় শিক্ষাখাতের সংস্কার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের দাবি। আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে এই ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানি, প্রবাসী বিএনপি নেতা শরীফ খান, কালিরবাজার কলেজ গভর্নিং বডির সদস্য ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম ও লিপি হোসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন ও হোসেন আহাম্মদ প্রমুখ।

পরে লায়ন মো. হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৩ নভেম্বর ২০২৫