পেশাগত কাজ করার সময়ে সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন নামে সিটি গ্রুপের বেঙ্গল টি এর বিক্রয় প্রতিনিধি (এস আর) হত্যার ঘটনায় খুনিদের বিচার দাবি করে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি সংগঠন।
বুধবার (১২ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন… ফরিদগঞ্জে ডাকাতের গুলিতে সেলসম্যান নিহত
মানবন্ধনে বক্তারা বলেন, ফরিদগঞ্জে প্রায় ৫ শতাধিক বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত মার্কেটে ঘুরাফেরা করতে হয়। কিন্তু গত ১১ নভেম্বর রাতে আমাদের এক সহকর্মী সিটি গ্রুপের বেঙ্গল টি এর বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে সন্ত্রাসীরা যেভাবে খুন করেছে, তাতে আমরা আতংকিত। বিশেষ করে রাতের বেলায় আমাদের বাড়ি বা কর্মস্থলে ফেরার সময়ে আমাদের ঝুঁকি বেড়ে গেছে। তাই ঝুঁকি মোকাবেলায় রাত্রিকালিণ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পেট্রোল ডিউটি বাড়ানোর দাবি করে তারা। একই সাথে রুহুল আমিনের খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের এনে বিচারের দাবি করেন তারা।
মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের সহ সভাপতি শাহাদাত হোসেন টুটুল, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, বিক্রয় প্রতিনিধি মাহাবুব আলম।
এসময় উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি নেছার উদ্দিন, শাহ পরান, আবুল হাসেম, গোলাম আম্বিয়া, গাজী শাহ আলম, তুষার মন্ডল, কাউছার হামিদসহ বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।
প্রতিবেদক: শিমুল হাছান,
১২ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur