চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিক বিল্লাল হোসেন খানের শারীরিক খোঁজখবর নিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিল্লাল খানের নিজ বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি অসুস্থ এই রাজনীতিকের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
লায়ন হারুনুর রশিদ বলেন, বিল্লাল খান শুধু একজন সাবেক জনপ্রতিনিধি নন, তিনি ছিলেন এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন রাজনীতিক। তার অসুস্থতার খবর শুনে আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন হয়েছিলাম। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও সোহেল খান, বিএনপি নেতা ইকবাল পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মানিক পাটওয়ারী, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেকে।
জানা যায়, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
চলমান রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও নেতার এমন মানবিক খোঁজ নেওয়া স্থানীয় রাজনৈতিক মহলে প্রশংসার জন্ম দিয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur