চাঁদপুরের জেলা প্রসাশক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেছেন, সাংবাদিকরা মানুষের বন্ধু হতে হবে প্রতিপক্ষ নয়। সাংবাদিকরা মানুষের বন্ধু হলে সমাজ আরও আলোকিত হবে। সমাজকে আলোকিত করতে সাংবাদিকদের দায়ীত্ব নিতে হবে। সমাজের আয়না হিসাবে প্রতিষ্ঠিত এ পেশার মানুষগুলোই সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে সহায়ক ভুমিকা রাখে। তাই প্রসাশন আর সাংবাদিক ও জনগন একে অপরের সাথে সমন্বয় করে দেশ জাতীকে এগিয়ে নিতে হবে। কিছু নামধারী সাংবাদিককে মানুষ প্রয়জনে ব্যবহার করে পরে প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেয় আর ভালো সাংবাদিকদের মানুষ রাতের অন্ধকারে বিপদে মনে রাখে। তাছাড়া বর্তমানে সাংবাদিকদের আলাদা গুরুত্বসহকারে রাস্ট্র মূল্যায়ন করে আসছে। তাই সাংবাদিকেরা সাহসের সাথে সত্য ঘটনা প্রকাশ করে যাবে এমনটাই প্রত্যাশা করছি।
তিনি সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রসাশকের কার্যালয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিদায়ী সাক্ষাৎকারে উপরোক্ত মন্তোব্য করেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবে দীর্ঘ দিনের সমস্যা একটি বসার স্থান। হাজীগঞ্জ পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় একটি অফিস নির্মানে সহযোগীতা করেন। সেজন্য হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাছান মাহমুদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কালের কন্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, হাজীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির সদস্য মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির আহবায়ক হাবিব উল্যাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য তোফায়েল আহমেদ ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম জয়।
এসময় বিদায়ী জেলা প্রসাশক হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সাংবাদিকদের নানা প্রকার সমস্যা সামাধানে তাঁর ভুমিকার কথা বলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur