চাঁদপুরের মতলব উত্তরে মেঘনায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০০ কেজি জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ। সোমবার রাত ১টা থেকে ৪টা পযর্ন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মেশারফ হোসেন।
অভিযানে বরিশাল থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-৪ ও মিতালী-৪ থেকে মোট ১২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাতীয় সম্পদ ইলিশকে টিকিয়ে রাখতে জাটকা সংরক্ষণ অপরিহার্য। আমরা নিয়মিতভাবে রাত ও দিনে অভিযান চালাচ্ছি, যাতে কোনোভাবেই নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, পরিবহন বা বিক্রি করা না যায়। সাধারণ মানুষ এবং পরিবহন মালিকদের সচেতন হতে হবে, কারণ এই অভিযানের মূল উদ্দেশ্য শাস্তি নয় সম্পদ রক্ষা।
তিনি আরও বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত চলবে জাটকা সংরক্ষণ অভিযান। এই সময়ে যেকোনো অবৈধ জাটকা আহরণ বা পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।
প্রসঙ্গত, মেঘনা নদী ও এর সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড। এসব অভিযানে জাটকা আহরণে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে এবং ইলিশ উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক/
১০ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur