আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৫ শাহরাস্তি- হাজিগঞ্জ নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক এর নির্বাচনী শাহরাস্তি পৌর ১২টি ওয়ার্ড নেতৃবৃন্দ সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। ১০ নভেম্বর সোমবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, মোঃ শফিউল্লাহ মিয়াজী, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান,বিএনপি নেতা সফিউল্লাহ বাচ্চু, আহসান হাবীব শামীম, আব্দুল মান্নান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান সোলেমানসহ প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি/সেক্রেটারীসহ বিএনপি, যুবদল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন চাঁদপুর-৫ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিজয় করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে একসঙ্গে ধানের শীষের জন্য কাজ করবো।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীকের ওপর আমরা কেউ রাগ না রেখে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। আমরা দীর্ঘ ১৭ বছর ধরে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলে ধানের শীষে ভোট দিন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১০ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur