Home / উপজেলা সংবাদ / কচুয়া / পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে শিক্ষা মূলক প্রোগ্রাম সফল করতে মতবিনিময়
পালাখাল

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে শিক্ষা মূলক প্রোগ্রাম সফল করতে মতবিনিময়

চাঁদপুরের কচুয়া উপজেলায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে ইআরআই শিক্ষামূলক অনুষ্ঠান সফল করতে পূর্ব প্রস্তুতি মূলক সভা করা হয়েছে।

রবিবার দুপুরে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যতম সদস্য ও ওই কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: ইউসুফ মিয়াজী। পরে তিনি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য মাঠ অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন।

এসময় কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আওলাদ মিয়াজী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহপরানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ নভেম্বর ২০২৫