Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব: মোতাহার হোসেন পাটওয়ারী
ধানের

ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব: মোতাহার হোসেন পাটওয়ারী

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাজারস্থ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের তৃতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। সভা পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ মামুন।

বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “জাতির এক কঠিন সময়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী- জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়েছিল। বাংলাদেশে জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করতে হলে তাঁর দর্শন ও কর্মপন্থা লালন করতে হবে। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ক্ষমতাসীনদের সঙ্গে আপস করিনি বলেই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, মামলা-হামলার শিকার হয়েছি। তবুও অন্যায়ের সঙ্গে আপস করিনি। আজ যারা শেখ হাসিনা সরকারের সঙ্গে লিয়াজু করে চলেছেন, তারাই বড় বড় কথা বলেন। মনে রাখবেন, একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির রাজনীতি করি। আমাদের নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। প্রতিষ্ঠাতা নেতার হাত ধরে রাজনীতিতে এসেছি, মৃত্যু পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব। ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তৃণমূল থেকে কাজ করেছি, ফরিদগঞ্জ বিএনপিতে আমার ও আমার পরিবারের অবদান উপজেলাবাসী জানে। সুতরাং ফরিদগঞ্জ বিএনপি নিয়ে মন্তব্য করার আগে অন্তত একটু স্টাডি করে নিন।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন,দল থেকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত নয়। পূর্ণাঙ্গ মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত ধৈর্য ধরুন। ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, পৌর যুবদল নেতা ফারুক হোসেন রন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিলন গাজী, শাহজাহান গাজী, মোহাম্মদ বাচ্চু, যুবদল নেতা আমির হোসেন, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, তানভীর আহমেদ নুকিব, ফারুক হোসেন রন, মাহফুজ, এমরান হোসেন মাসুদ, সবুজ, শরীফ হোসেন, হেলাল, রোকন, রাসেল, সুমন, সাদ্দাম, সাইফুল, মামুন, মাহবুব, নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন স্বপন, হিজির আহমেদ, ছাত্রনেতা আব্দুল কাইয়ুম সুমন, পারভেজ, মাসুম, শরীফ ও তানজির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রতিবেদক: শিমুল হাছান,
৭ নভেম্বর ২০২৫