বিদ্যুতের কোনো সংযোগ ছাড়াই, শুধুমাত্র বিকল্প টাংকি ভর্তি পানি থাকলে সহজে আগুন নিভানোর সহজ পদ্ধতি আবিস্কার করেছেন, চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামের শাহজী বাড়ির আব্দুল আজিজ নামে এক ব্যক্তি। বর্তমান সময়ে যেকোনো অগ্নিকান্ডে এ পদ্ধতি ব্যবহার করলে অনেক উপকার হবে বলে মনে করেন তিনি।
এ প্রযুক্তি ব্যবহারে সকলের সহযোগিতা চেয়েছেন আব্দুল আজিজ। তিনি বলেন, বর্তমানে আগুনের কারনে বিভিন্ন বস্তি, কারখানা, হাসপাতাল, টাওয়ার, বাড়ীঘর, বনানী নিমতলী, নারায়নগঞ্জের জুসের কারখানায় আগুনে পুড়ে মরেছে হাজারো মানুষ। খালি হচ্ছে হাজারো মায়ের বুক। কিন্তু আমরা কি তাদের জন্য কিছু করতে পেরেছি? না পারি নাই। তার কারন আধুনিক ভাবে দ্রুত আগুন নেভানোর মতো কোনো পদ্ধতি আমাদের জানা ছিলো না। এ চিন্তা করে, দেশের মানুষের কথা ভেবে বিগত ২-৩ বছর শ্রম দিয়ে আবিষ্কার করেছি দ্রুত আগুন নিভানোর পদ্ধতি। যার সাহায্যে আগুন অতিদ্রুত অল্প খরচে, অল্প সময়ে নিভিয়ে ফেলা যায়। শিল্প কারখানায় বা উপরের পানির টাংকি থেকে আলাদা পাইপ নিয়ে প্রতিটি কক্ষে বা বিশেষ তলায় সংযোগ থাকলে আগুন লাগার সাথে সাথে সুইচ টিপ দিয়ে পানি মেরে মুর্হুতের মধ্যে আগুন নিভানো সম্ভব।
তবে এ পদ্ধতিতে বিদ্যুতের কোনো সংযোগ লাগবেনা। শুধুমাত্র টাংকি ভর্তি পানি থাকলেই চলবে। যাহা আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখেছি। যে কোনো স্যানেটারি মিস্ত্রি একবার দেখলেই বা আমার কাছ থেকে শিখে নিলে সংযোগ লাগানো খুবই সহজ।
এক প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বলেন, আমার এই আবিষ্কারে কোনো স্বার্থ নেই। দেশের মানুষ উপকৃত হলেই আমি গর্বিত ও আনন্দিত হবো। তার এই আবিষ্কারটি মানুষের উপকারে ছড়িতে দিতে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইফনুস ও প্রশাসনসহ সকলের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur