চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “সরকার আগের তুলনায় কৃষকদের আরও বেশি প্রণোদনা দিচ্ছে। নতুন জাতের বীজ ও সার সরবরাহের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উৎসাহিত করা হচ্ছে। বৃহৎ জনসংখ্যার এই দেশে খাদ্য উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি, আর সেই দায়িত্ব কৃষকরাই সুচারুভাবে পালন করছেন। আশা করি, প্রণোদনার সুফল কাজে লাগিয়ে কৃষকরা আরও বেশি উৎপাদনে ভূমিকা রাখবেন। আমাদের অর্থনীতিতেও কৃষকরা বড় ভূমিকা রাখছেন।”
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম ও ইলিয়াস হোসেনসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা।
প্রতিবেদক: শিমুল হাছান,
৫ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur