চাঁদপুরে বিদেশি ব্যান্ডের নকল প্রসাধনী উৎপাদন করার অপরাধে কারখানা মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৫ নভেম্বর বুধবার বিকেলে যৌথ বাহিনীর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে এই অর্থদণ্ড দেয়া হয়। অভিযুক্ত প্রসাধনী কারখানাটি হলো জসিম উদ্দিনের মালিকানাধীন জেএস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালানো হয়। এসময় জে এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড নামে একটি কারখানায় বিদেশি ব্র্যান্ডের নকল সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানের সত্তাধিকারী জসিম উদ্দিন পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় নকল ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো: শাহরিয়ার খান এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম
৫ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur