অমর একুশে বইমেলা-২০২৬ এ প্রকাশিত হতে যাচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থী ও তরুণ কবি ও লেখক
মোঃ সিয়াম হোসেন খানের কাব্যগ্রন্থ ‘‘ইথাফুল’। প্রেম, বিরহ, সুখ-দুঃখের টানাপোড়েন, ভালোবাসা আর বিচ্ছেদের অনুভূতি। সব মিলিয়ে পাঠকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কবিতাগুলোই স্থান পেয়েছে এই কাব্যগ্রন্থে। গ্রন্থটি কবির রচিত প্রথম কাব্যগ্রন্থ।
বইটি প্রকাশ করবে প্রহেলিকা প্রকাশন। এতে মোট ৫৫ টা কবিতা আছে। ৬৪ পৃষ্ঠার বইয়ের প্রত্যেকটা কবিতা ১০ থেকে ২০ লাইন করে, অন্ত্যমিলসহ।শেষ ছয়টি কবিতা হৃদিতা ছদ্মনামে লিখিত কবির সহযোগিনীর।
কাব্যগ্রন্থ সম্পর্কে কবি জানান, “আমার কাছে মনে হয় জীবনকে খুব গভীরভাবে উপলব্ধি করতে তিনটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ: দারিদ্র্য,প্রেম,বিদ্রোহ। তিনটার দর্শন ছাড়া জীবন অসম্পূর্ণ।জীবনের সার্বজনীন অর্থ প্রেমকে উপলব্ধি করে নিজেকে অনুসন্ধানের মাধ্যমে সত্যকে খুঁজে বের করা।আর সেই সত্য নির্দ্বিধায় প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম কবিতা।কবিতা হচ্ছে কবিদের নীরব আত্মচিৎকার। কবির নির্বাক অনুভূতিগুলোর নির্যাসমিশ্রিত উপজাতই হলো কবিতা। প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, অপেক্ষা-উপেক্ষা, আক্ষেপ সবকিছুই প্রকাশের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মাধ্যম এই কবিতা। যে কবিতা ভালোবাসে না, বোধ করি সে পৃথিবীর সর্বোচ্চ কঠিন হৃদয়ের অধিকারী। ।
কবি আরও জানান, ‘ইথাফুল’ শুধু একটি বই নয়; একটি স্বপ্নের নাম, একগুচ্ছ আবেগ-অনুভূতির ডাকনাম। প্রেমাস্পদের সাথে কাটানো মধুর সময়, দূরে থাকার অসহনীয় যন্ত্রণা আর অজানা আশঙ্কার অনুভূতিগুলো শব্দে বর্ণিত হয়েছে কবিতাগুলোয়। এই অনুভূতিগুলো যদি একজন পাঠকের হৃদয়কেও স্পর্শ করতে পারে তাহলে সেটাই আমার একান্ত সার্থকতা। ”
পাঠকদের উদ্দেশ্যে কবি বলেন, কবিতার বই প্রকাশ করা হয়তো খুবই সহজ। কয়েকটা লাইন লিখে কবিতা বলে বই করে ফেললেই হলো। তবে যে কবিতা পাঠকের হৃদয়কে স্পর্শ করবে সেগুলোই সময়ের ¯ স্রোতে টিকে থাকবে।’ আমার পাঠকরাই আমার অনুপ্রেরণা। ছোট ছোট কবিতা লেখার মধ্য দিয়েই যাত্রা শুরু। প্রিয়তমার অনুপ্রেরণা আর ফেসবুকের পাঠকরা যখন ভালোবাসা দেওয়া শুরু করলেন, তখন বই আকারে কবিতাগুলো প্রকাশ করার সাহস পেলাম। এবারও পাঠকদের ভালোবাসা পাব বলে আশা করছি।’ বইমেলায় আসুন, বই পড়ুন, বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন।‘ইথাফুল’ সবার মন জয় করতে সার্থক হোক, এটাই প্রত্যাশা।”
উল্লেখ্য, বইমেলায় আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের পর থেকে রকমারি ডট কমে অর্ডার করে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur