মালদ্বীপে ল্যান্ডিং ক্র্যাফট উল্টে হাজীগঞ্জের মো. মাসুদ হোসেন (৩২) যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে মালদ্বীপের রাজধানী মালে এলাকায় এমপিএল বন্দরে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের মসজিদ বাড়ির সুফিয়া বেগমের ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে এমপিএল বন্দরের একটি জাহাজের ল্যান্ডিং ক্র্যাফটে কাজ করছিলেন মাসুদসহ কয়েকজন শ্রমিক। কাজ করা অবস্থায় ল্যান্ডিং ক্র্যাফটি হঠাৎ করে উল্টে যায়। তাৎখনিক অন্য শ্রমিকেরা সাঁতরে দাঁড়িয়ে থাকা জাহাজে উঠতে সক্ষম হলেও ক্র্যাফটের নিচে আটকে পড়ে মাসুদ এবং পানিতে ডুবে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, মালদ্বীপে কর্মরত আব্দুল কাদের নামে হাজীগঞ্জের অপর এক যুবক। তিনি বলেন, রোববার দুপুরে জাহাজে কাজ করা অবস্থায় ল্যান্ডিং ক্র্যাফট উল্টে মাসুদ মারা গেছে। এছাড়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, নিহত মাসুদের প্রতিবেশি সোহেব মজুমদার ও স্বজন ইয়াছিন আরাফাত।
ইয়াছিন জানান, ছোট বেলায় মাসুদের বাবা সেলোমান নিখোঁজ হন। আজ পর্যন্ত তার খোঁজ-খবর নেই। মা সুফিয়া বেগম তাঁর বাবার বাড়িতে এসে অনেক কষ্ট করে মাসুদকে লালন-পালন করেন। ধার-দেনা করে ছয় বছর পূর্বে মাসুদ মালদ্বীপে যান। এরপর সকল ঋণ পরিশোধ করে জায়গা (ভূমি) কিনে বাড়ি করেন।
তিনি বলেন, এবছরের প্রথম দিকে বাড়িতে এসে বিয়ে করেছে মাসুদ। তার বিয়ের মাত্র ৮/৯ মাস চলছে। এ মাসেই (নভেম্বর) ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিলো। কিন্তু গতকাল (রোববার) বিকালে তার মৃত্যুর খবর পাই। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, সুখের দিনে আমার বোন তার ছেলে হারালো। কে দেখবে আমার বোন ও ভাগিনা বউমাকে?
বিষয়টি নিশ্চিত করে হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান একেএম মজিবুর রহমান জানান, আজকে (সোমবার) তার স্বজনেরা পরিষদে এসেছেন। আমার যা যা করণীয় তা করে দিয়েছি।
স্টাফ করেসপন্ডেট/
৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur