চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রায় ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হারুনুর রশিদের নাম ঘোষণার খবর ফরিদগঞ্জে পৌঁছাতেই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, জনগণের প্রিয় নেতা হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে ফরিদগঞ্জে পরিবর্তনের নতুন সূচনা ঘটবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, হারুনুর রশিদের মনোনয়ন ঘোষণায় বিএনপির মাঠ আরও উজ্জীবিত হয়েছে এবং আগামীর নির্বাচনে ফরিদগঞ্জ আসনটি কেন্দ্রীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur