চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ও চুরির ১৪ মামলার আসামি এবং ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউপি সদস্য মাসুদ মিজিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ্ আলমের নির্দেশে এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত মাসুদ মিজি (মাসুদ মেম্বার) গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মো. ইউনুছ মিজির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য মাসুদ মিজি এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক ও চুরির ১৪টি মামলা রয়েছে এবং একটি মামলায় তিনি ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
ওসি মো. শাহ্ আলম জানান, ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur