ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে পচা-বাসি খাবার রাখার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ নভেম্বর রোববার দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও খাবার সংরক্ষণ, নোংরা পরিবেশে রান্না এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে স্টার হোটেল এন্ড সুইটস মালিককে ২০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে নার্গিস ফুড মালিককে ৫ হাজার টাকা, রাজমহল হোটেল মালিককে ৫ হাজার টাকা, সেবার মূল্য তালিকা না থাকায় ভিআইপি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫ হাজার টাকা, কেকে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ওয়েলকাম সুপার শপ মালিককে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে বন্ধু ফার্মেসির মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। হাজীগঞ্জে পরিচালিত এই অভিযান ছিল সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ।
স্টাফ করেসপন্ডেট/
২ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur