Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম ইন্তেকাল
বিএনপির

ফরিদগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম ইন্তেকাল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২ নভেম্বর ২০২৫) রাত তিনটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মফিজুল ইসলাম চৌধুরী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সবাই তাঁর আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

প্রয়াত মফিজুল ইসলাম নামাজে জানাজা আজ রোববার বাদ আছর উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
২ নভেম্বর ২০২৫