Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে নির্বাচন করতে চান জাকির হোসেন
আসনে

হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে নির্বাচন করতে চান জাকির হোসেন

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি দুই উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বোম পাঠালেন বিইউপি পার্টির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়া। ৩১ অক্টোবর সন্ধ্যা নারগিস ফুড প্যাভিলিয়নে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গনভোট, জুলাই সনদ, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিকুজ্জামান শামীমের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) চেয়ারম্যান মো: জাকির হোসেন প্রধানীয়া।

বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) চেয়ারম্যান মো: জাকির হোসেন প্রধানীয়া বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমার দলের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতির গৌরবজনক ইতিহাসকে সমুন্নত রাখাতে আমরা অঙ্গীকারবদ্ধ। দলের গঠনতন্ত্র, আদর্শ, কাঠামো, কার্যপ্রণালী এবং পরিচালনার রূপরেখা নির্দিষ্ট করে, যা দল পরিচালনায় একটি মৌলিক দলিল হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক দলের নাম ঘোষিত বাংলাদেশ ইউনাইটেড পার্টি বিইউপি নামে অভিহিত হয়।

বিইউপি একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল।বিইউপি দলের মূল ভিত্তি ৪ টি, সততা, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্ম। সততাঃ আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিদের মাধ্যমে দল পরিচালনা করা এবং দেশের জনগণের আশা আকাংখা সাথে সমন্বয় করে কাজ করতে অঙ্গিকারবদ্ধ, আগামীর নেতৃত্বকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি সৎ ও দেশ প্রেমিক নেতৃত্বই সুনাগরিক গড়ে তুলতে পারে।

স্বাস্থ্য: স্বাস্থ্যসেবার প্রযুক্তির উৎকর্ষের যুগে আমাদের দেশের স্বাস্থ্যসেবা খাত এতটাই নিম্নমানের যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা অন্য দেশগুলোর সঙ্গেও তুলনাযোগ্য নয়। আমরা, আমাদের স্বাস্থ্যসেবা খাতকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। মায়ের গর্ভে যে শিশু বেড়ে উঠছে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া এবং পরবর্তীতে সুস্থসবল ভাবে বেড়ে উঠা এবং মানব সম্পদ উন্নয়ন নিশ্চিত করা।

শিক্ষা: প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই অনুন্নত যে আমরা আধুনিক বিশ্ব থেকে অনেক পিছিয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থা কে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী করে তোলা আমাদের লক্ষ্য। বাংলা আমাদের মাতৃভাষা, শিক্ষা ব্যবস্থায় বাংলা থাকবে তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক ভাষা ইংরেজিকে প্রাধান্য দিয়ে আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের অন্যতম লক্ষ্য।

কর্মঃ ১৮ কোটি মানুষের আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বিশাল জনগোষ্ঠিকে মানব সম্পদ হিসেবে আখ্যা দিলেও অতীব দুঃখের বিষয় বিগত দিনের কোন সরকারই আমাদের এই মানব সম্পদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করেন নাই। কর্ম না থাকার কারণে আমাদের মানব সম্পদ (নারী/পুরুষ) নেশা-মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। আমরা আমদের কর্মহীন হাতগুলোকে কর্মের ব্যবস্থা করতে অঙ্গীকারবদ্ধ। বিদেশে কর্মরত প্রবাসীদের জন্য বিদেশে পাঠানোর পূর্বে তাদের স্বাস্থ্য বীমা, জীবন বীমা, অবসরকালীন ভাতা নিশ্চিত করা।

লক্ষ্য ও উদ্দেশ্য ১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন, সুরক্ষা নিশ্চিত। ২. জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা। ৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা। ৪. এই জনপদের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টিকে ধারন, লালন করে আমাদের নিজস্ব জাতীয়তাকে বিকশিত করা। ৫. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকা। ৬. প্রকৃত গণতান্ত্রিক চর্চা ধারাকে সমুন্নত ও প্রতিষ্ঠিত করা। ৭. মানবাধিকার, বাক্ ও ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সকল ধর্মের সমমর্যাদা নিশ্চিত করা। ৮. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র দূরীকরণ। ৯. আন্তর্জাতিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ১০. দুর্নীতি ও স্বজন প্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা। ১১. দেশ পুণর্গঠনে নারীদের অংশগ্রহণ ও যথোপযুক্ত স্থানে যুক্ত করা, তৃনমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কর্মক্ষেত্রে নারীদের সমঅধিকার সংরক্ষন করা। ১২. পরিবেশের সুরক্ষা ও আন্তর্জাতিক টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ১৩. যুব সমাজকে সৃজনশীল কাজে অংশগ্রহণ নিশ্চিত করা। ১৪. ‘প্রবাসী সুরক্ষা নীতিমালা’ প্রণয়ন, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সব ধরনের সুরক্ষা সহ তাদের ভোটাধিকারের ব্যবস্থা গ্রহণ করা। ১৫. দেশের স্বার্থে বলিষ্ঠ বৈদেশিক পররাষ্ট্রনীতি গ্রহণ করা। ১৬. দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও বলিষ্ঠ পদক্ষেপ ও কার্যকরী ভূমিকা গ্রহণ করা। ১৭. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার নিশ্চিত করা ও তাদের সুরক্ষা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা। ১৮. কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের কল্যাণ ও তাদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা।

বিইউপি’র গঠণতন্ত্রের অঙ্গীকার রাজনীতি শুধুমাত্র ক্ষমতা বা পদায়নের জন্য নয়, বরং জনগণের কল্যাণ ও রাষ্ট্রীয় ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেম, সততা, মানবতা, গণতন্ত্র স্তম্ভগুলোর জনগনের আকাংখা প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি, সময়ের সাথে সাথে প্রয়োজন অনুসারে গঠনতন্ত্র পরিমার্জিত হতে পারে, তবে দলের মৌলিক আদর্শ ও নৈতিক অবস্থান কখনোই পরিবর্তন হবে না। দলীয় ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উত্তরাধিকার তাদের সঠিক পথ দেখাবে, নৈতিক নেতৃত্ব গঠনে সহায়তা করবে এবং একটি উন্নত, সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের পথে অগ্রগামী করে তুলবে।

এই চূড়ান্ত দলিলের মাধ্যমে আমরা ঘোষণা করছি। “বাংলাদেশ ইউনাইটেড পার্টি” একটি আন্দোলন, একটি দায়িত্ব, একটি স্বপ্ন কোনো একক ব্যক্তির নয়, সমগ্র জাতির জন্য। “আসুন আমরা সকলেই দেশের স্বার্থে একতাবদ্ধ থেকে একটি সত্যিকারের গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে এগিয়ে চলি।

মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ-শাহরাস্তী প্রেসক্লাবের স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১ নভেম্বর ২০২৫