Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করবে: ড. জালাল
ষড়যন্ত্র

যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করবে: ড. জালাল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় পানির ট্যাংকি মোরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাউদ্দিন। তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের আদর্শকে বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে মতলবের বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার পাশাপাশি দেশ ও দেশের মানুষের যেকোনো সংকট মোকাবেলায় যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি আরো বলেন, যে নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে সেই নির্বাচন সন্নিকটে, জাতীয় নির্বাচনের আগে সরকার গণভোটের যে ব্যবস্থা করতে চায় বাংলাদেশের জনগণ সেই গণভোটকে প্রত্যাখ্যান করবে এবং জাতীয় নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী তা শক্ত হাতে প্রতিহত করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জনগণের কাতারে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদেরকে তারেক রহমানের সালাম পৌছাতে হবে এবং ধানের শীষের ভোট চাইতে হবে।

ড. জালাল উদ্দিন আরো বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে কথা বলেছেন। তারেক রহমানের সুস্পষ্ট কথা আমরা যেন নিজেরা নিজেদের সঙ্গে কোনোরকম ঝগড়া-বিবাদ না করি। আগামী দিনের নির্বাচন করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বিএনপির এ নেতা বলেন, যতদিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন এলাকায় কাকে মনোনয়ন দিয়েছে তা ঘোষণা না হয়, ততদিন পর্যন্ত আমরা ধানের শীষে ভোট চাইব। বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ অপরিহার্য। তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে। মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি সভাপতি এনামুল হক বাদল। তিনি বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন বানচাল করতে দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি চক্র । ধর্মব্যবসায়ীরা জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্য ভন্ডামি শুরু করেছে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিশেয অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মতলব পৌর বিএনপির সভাপতি, শোয়েব আহম্মেদ সরকার,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন প্রধান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রনি, যুগ্ম আহবাক শাহীন ভূইয়া,উপজেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাকসুদুল হক সোহাগ, যুগ্ম আহবায়ক মাইনুদ্দীন ফরাজী, ফরাজী, জেলা যুবদল সদস্য নোমান কাজী ও রেহান সরকার,উপজেলা ছত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান। উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন খান, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য গোলাম রাব্বানী,মতলব পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক কবির দেওয়ান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও মতলব পৌর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানির ট্যাংকি মোড়ে আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লে কার্ড এবং মাথায় বেইচ পড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে বিশাল র‍্যালি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড় প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ড এসে শেষ হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
৩১ অক্টোবর ২০২৫