ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ (শুক্রবার (৩১ অক্টোবর) রাডধানী ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চাঁদপুর জেলার হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মহিউদ্দিন সুমন। (“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”)।
আজ (৩১ অক্টোবর) এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
জানা যায়, পুলিশ পরিদর্শক জনাব মোঃ মহিউদ্দিন সুমন হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকাকালীন গত ১৫/০৫/২০২৫ থেকে “Acute myeloid leukemia” নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন মরণব্যাধির সঙ্গে লড়াই করার পর, আজ শুক্রবার অনুমান ১১:০০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিগত জীবনে মহিউদ্দিন সুমন ০২ ছেলে ও ০১ মেয়ের জনক ছিলেন। তিনি পরিবার-পরিজন রেখে পরপারে চলে গেলেন। তাঁর নিজ বাড়ি কুমিল্লার বরুড়ার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের হোসেনপুরে।
নিজস্ব প্রতিবেদক/
৩১ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur