চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, আপনার এবং আমার মধ্যে যেই পার্থক্য রয়েছে, সেই কারণেই সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের ‘সুবর্ণ নাগরিক পরিচয়পত্র’ প্রদান করছেন। এই কার্ডের মাধ্যমে সমাজের সর্বস্তরে—সরকারি ও বেসরকারি—সেবা গ্রহণ আরও সহজ হবে। নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে সুবর্ণ নাগরিকরা ইতোমধ্যে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং ভালো অবস্থানে কর্মরত রয়েছেন। তাই নিজেদের অবহেলার পাত্র না ভেবে সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবে দেশের ও পরিবারের কল্যাণে কাজ করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। কোনো দপ্তরে গিয়ে যদি কেউ আপনাদের সঙ্গে অন্যায় আচরণ করে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
অনুষ্ঠান শেষে উপজেলার দুই শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৮ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur