চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় ও দুস্থদের মধ্যে বিতরনের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিতরণ এতিমখানায় বিতরন করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে উক্ত মাংস উপজেলা পর্যায়ে পৌছার পর একই দিন দুপুরে বিভিন্ন এতিমখানায় ওই মাংস বিতরণ করেন উপজেলা প্রশাসন।
জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ৪৩ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার সকালে বরাদ্দ পাওয়া উক্ত মাংস উপজেলা পরিষদে আসে। প্রতিটি কার্টনে প্রায় ২০ কেজি করে মাংস রয়েছে। সে হিসাবে ৪৩ কার্টনে ৮৬০ কেজি মাংস। মঙ্গলবার দুপুরে দুম্বার মাংসগুলো প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওরঙ্গজেব বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় মোট ৮৩টি এতিমখানায় এ মাংস বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস দুস্থ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৮ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur